উঠলো বাই, তো ঘুরতে যাই। করোনাকালে গৃহবন্দী জীবনে শুনুন আমার হাওয়া বদলের গল্প। এবারের পর্ব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার কাপ্তাইয়ের কর্ণফুলি নদী। যেখানে ট্রলার ভাড়া করে বেড়াচ্ছিলাম অংইউচি মার্মার সাথে।গিয়েছিলাম পেশার টানে; কিন্তু বেড়ানো যখন নেশা, তখন মোবাইল ফোনে ধরে রেখেছি সেই স্মৃতি। দৃশ্য, শ্রুতি, লেখা ও সম্পাদনা সবই করেছি মোবাইল ফোনে।দেখুন আমার মোজো স্টোরি, ভালো সাউন্ড পেতে হেডফোন ব্যবহারের অনুরোধ রইলো।
