সত্যজিৎ জন্মশতবর্ষে অন্তর্জাল আলাপন: বজ্র মানিক দিয়ে গাঁথা

কালজয়ী বাংলা চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে অন্তর্জাল আলাপনের আয়োজন করেছে দেশের মাল্টিমিডিয়া ওয়েব পোর্টাল অপরাজেয় বাংলা। ‘বজ্র মানিক দিয়ে গাঁথা’ শিরোনামে দোসরা মে, ২০২১ রবিবার বাংলাদেশ সময় রাত নয়টায় অপরাজেয় বাংলা’র অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে একযোগে লাইভ হয় এই অনুষ্ঠান। এতে অতিথি ছিলেন ড. নাদির জুনাইদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট চলচ্চিত্র গবেষক ও তাত্ত্বিক। আলোচনাটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন-