সংবোদের একটি উপাদানের সাথে অপরটির মিলে যাওয়ার প্রক্রিয়াকে বলে ‘সংবাদ-রসায়ন’। রসায়ন বিদ্যার একটি গুরুত্বপূর্ণ আলোচনায় যাকে বলা হয়- পদার্থের বিক্রিয়া। সাংবাদিকতায় এই ধরণের ঘটনা প্রায়শই দেখা যায়। ‘সাংবাদিকতা- প্রথম পাঠ’ গ্রন্থের ১৭৩ পৃষ্ঠায় আলী আর রাজী ‘সংবাদ-রসায়ন’ আলোচনায় বরছেন, ‘রসায়নের এই প্রক্রিয়ায় অনুরূপ ঘটনা ঘটে যখন সংবাদের একটি উপাদানের সাথে আরেকটি উপাদান সংযুক্ত হয়।.. অধিকাংশ সংবাদই তৈরি হয় একাধিক সংবাদ উপাদানের সংমিশ্রণে। এমন সংবাদের উদাহরণ খুব কমই পাওয়া যায় যেখানে একটি মাত্র উপাদান দিয়ে সংবাদ প্রতিবেদন তৈরি হয়েছে।.. এইভাবে এক সংবাদ উপাদানের সাথে আরেকটি সংবাদ উপাদান সংযুক্ত হয়ে সংবাদের নতুন মাত্রার শক্তি লাভ লাভের প্রক্রিয়াকে বলে সংবাদ-রসায়ন।’
আমরা জানি, সংবাদের সংজ্ঞা হলো- ‘মানুষের কাছে একাধিক উপাদানে রচিত আকর্ষণীয় তথ্যাবলীর সমাহারই সংবাদ’। কোন নারীর সন্তান জন্মদানের ঘটনা ঘটলে সেটা সাধারণ ঘটনা। কিন্তু বিশ্বখ্যাত কারো জন্য তা ‘সংবাদ’। কারণ সেলিব্রেটি, তাই সংবাদ। ব্রিটিশ রয়েল বেবির জন্মগ্রহনের সংবাদের রাজনৈতিক অর্থনীতিকে বুঝতে গেলে এই সমীকরণকে খেয়াল করতে হবে: আমরা জানি, পান+চুন+জর্দা+সুপারি = লাল রঙের পিক।
মানে, আমরা যখন পান খাই তখন চুন, জর্দা, সুপারি একসাথে চিবুই। এগুলোর কোনটারই স্বতন্ত্রভাবে লাল রঙ উৎপাদনের ক্ষমতা নেই। কিন্তু এসব উপাদানের চিবুনির [যৌথ বিক্রিয়ায়] কারণে লাল রঙের পিক উৎপন্ন হয়। একারণেই গুরুত্ব হিসেবে ব্রিটিশ রাজপরিবার, প্রসিদ্ধি হিসেবে ডায়ানার উত্তরাধিকার, নৈকট্য হিসেবে ব্রিটিশ রাজের প্রতি আমাদের ঔপনিবেশিক হ্যাঙওভার এবং যৌনতা হিসেবে এখানে কেটের নারী দেহের ছবিকে বোঝানো হয়েছে। এইসব উপাদানের যৌথ সংমিশ্রণেই রাজশিশু ভূমিষ্ঠের সংবাদ ‘জন্মগ্রহণ’ করে।