শারদ প্রাতে: মাটির প্রতি মা | চট্টগ্রামে দুর্গা প্রতিমা কারিগর MoJo Story By Rajib Nandy

প্রতিবছরের মতো এবারও শারদোৎসবের প্রস্তুতি চলছে। কিন্তু করোনাভাইরাস অতিমারি ব্যস্ততা থামিয়ে দিয়েছে মৃৎ শিল্পীদের। এ নিয়ে রইলো চট্টগ্রামের হাজারীগলির মহামায়া স্টুডিও ঘুরে আমার মোজো স্টোরি। পুরো কাজটির ভিডিও ধারণ, অডিও, টেক্সট, স্ক্রিপ্ট এবং সম্পাদনা করেছি আমার মোবাইল ফোনে। ভালো লাগলে এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে লাইক দিন, আপনার মন্তব্য জানান এবং সাবস্ক্রাইক করুন আমার এই চ্যানেলটি।