মোবাইল জার্নালিজম: আমাদের নতুন ধরনের সাংবাদিকতা

সাংবাদিকতায় মোবাইল ফোনের ব্যবহার এখন বহুল জনপ্রিয়ই নয়, অপরিহার্যও। যদিও মোবাইল ফোনে সাংবাদিকতার আরাম-ব্যারাম দুই-ই আছে। সারা পৃথিবীব্যাপী এই নতুন ধারার সাংবাদিকতার নতুন একটি নামও হয়েছে মোবাইল জার্নালিজম বা MoJo। সেই মোজো নিয়ে এবারের অন্তর্জাল আলাপন- ‌’আমাদের নতুন ধরণের সাংবাদিকতা- MOBILE JOURNALISM! এই নিয়ে কথা বলেছেন তরুণ তিন সাংবাদিক। কলকাতা থেকে ‘Editorji বাংলা’র সম্পাদক দেবযানী চৌবে, ঢাকা থেকে ইউল্যাবের শিক্ষক ও মোজো স্পেশালিস্ট ড. জামিল খান এবং চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক তাজুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক রাজীব নন্দী। ৬ই মে, বৃহস্পতিবার, রাত ৯ টায় (ভারতে ৮:৩০) মাল্টিমিডিয়া  নিউজ ওয়েবপোর্টাল অপরাজেয় বাংলার আয়োজনে এই আলাপনটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-