বাঁশ বজরা

চট্টগ্রামের কাপ্তাই জেটিঘাটে গেলে দেখা মিলবে দেশের অন্যতম বাঁশ ব্যবস্থাপনা কেন্দ্র। পাশের কর্ণফুলী নদী থেকে ক্রেনে টেনে বিশেষ কায়দায় ফেলা হচ্ছে শত নয়, হাজারে নয়, লাখে লাখে মুলি বাঁশ। পার্বত্য চট্টগ্রামের গহীনে বাঁশমহাল থেকে বাঁশ কেটে ভাসিয়ে দেয়া হয় কর্ণফুলী নদীতে। এরপর সারা দেশে ছড়িয়ে পড়ে বাঁশের চালি। কাপ্তাই ঘুরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাজীব নন্দী’র মোজো রিপোর্টে থাকলো বিশদে গল্প। ফ্রেমে, বয়ানে, সম্পাদনার ডিটেইলসে ‘অগতানুগতিক’ স্টাইলে পুরো কাজটির সহযোগী ছিলেন বিভাগের শিক্ষার্থী জাওয়াদ হোসাইন এবং মুহাম্মদ নঈম উদ্দিন। প্রতিবদনটি মাল্টিমিডিয়া ওয়েবপোর্টল ‘অপরাজেয় বাংলা’য় ২১শে মার্চ প্রকাশিত হয়।