কদরুদ্দীন শিশিরের (ফ্যাক্ট চেকার, এএফপি, বাংলাদেশ) সাথে চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যোগাযোগ অলিন্দে আমার ১১ মিনিটের ঝড়ো আলাপ। গণমাধ্যম ভাবনা, রাজনীতি ও সমসাময়িক বিশ্লেষণ, ভ্রমণ, সিনেমা এবং বই রিভিউ নিয়ে আমি ধীরে ধীরে গড়ে তুলছি একটি অনলাইন আর্কাইভ। আমার ইউটিউব চ্যানেল youtube.com/rajibnandy -এ প্রতি সপ্তাহে অন্তত একটি ভিডিও কনটেন্ট দেয়ার চেষ্টা করবো। বিশেষত, মিডিয়া স্টাডিজের বিভিন্ন টপিককে সহজবোধ্য বাংলা ভাষায় তুলে ধরতে আমি একটি নতুন প্রকল্প নিয়েছি। আশা করি আপনারা সকলে আমার সাথে থাকবেন। ভিডিওটি পুরোটা দেখবেন এবং সকলকে দেখতে সুযোগ করে দিতে শেয়ার করবেন।
