জাহাজ পুরানো, জিনিস নতুন || চট্টগ্রামের ভাটিয়ারি || MoJo by Rajib Nandy

পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসে বাংলাদেশে যে জাহাজগুলো কাটা হয়, সেই পুরোনো জাহাজের বিভিন্ন জিনিসপত্র নিলামে কেনেন সীতাকুণ্ডের ব্যবসায়ীরা। এরপর সেগুলো বিক্রি করেন তাঁরা। ভাটিয়ারি ঘুরে এসে আমার মোজো রিপোর্ট। গণমাধ্যম, রাজনীতি ও সমসাময়িক বিশ্লেষণ, ভ্রমণ, সিনেমা এবং বই রিভিউ নিয়ে এটি আমার অনলাইন আর্কাইভ। আমার ইউটিউব চ্যানেল youtube.com/rajibnandy -এ মিডিয়া স্টাডিজের বিভিন্ন টপিককে সহজবোধ্য বাংলা ভাষায় তুলে ধরতে আমি একটি নতুন প্রকল্প নিয়েছি। আশা করি আপনারা সকলে আমার সাথে থাকবেন। ভিডিওটি পুরোটা দেখবেন এবং সকলকে দেখতে সুযোগ করে দিতে শেয়ার করার অনুরোধ থাকলো।