চাটগাঁর যৌবনদীপ্ত হালদা: অন্তর্জাল আলাপন

প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি ‘হালদা নদী’ বিশ্বের একমাত্র জোয়ার ভাটার নদী এবং প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র যেখান থেকে রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী। বছরের এই মে-জুন মাসের সময়টুকুতে এই নদীতে রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয় প্রাকৃতিকভাবে। আর কিছুদিন পরই অমাবস্যা। আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর বজ্রপাত, ঠিক তখনই চলবে ডিম সংগ্রহ উৎসব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও নদী গবেষক ড. মঞ্জুরুল কিবরীয়া। হালদা পাড়ের সন্তান তিনি, হালদা গবেষণায় কাটালেন জীবনের প্রায় দেড় যুগ।কিভাবে, কেন সব নদী ছাপিয়ে হালদা অনন্য নদী? ড. কিবরীয়ার গবেষণা ও তৎপরতাই বা কী? আমাদের আলাপের বিষয় সেইসব প্রসঙ্গ।