কৌতুক অভিনেতার মৃত্যু সংবাদের কমেন্ট সেকশনে কৌতুক

চিনের কমিউনিস্ট নেতা মাওসেতুং বলেছেন, “কিছু কিছু মৃত্যু আছে পাখির পালকের মতো হালকা। আবার কিছু কিছু মৃত্যু পর্বতের চেয়েও ভারি। আর তখন চিৎকার করে বলতে ইচ্ছে হয়, মানুষ মারা গেছে মানুষ”।

দীর্ঘ ১০ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন অভিনেতা আহসান আলী। মৃত্যু সংবাদের ছবি বাছাই ও সম্পাদনায় দুটো ছবির মধ্যে ফারাক খুঁজতে যাচ্ছি না। শুধু মনে পড়লো ছাত্র জীবনে পড়া একটি বইয়ের একটি অনুচ্ছেদ- ”বলা হয়ে থাকে, একজন মানুষ নিজেই নিজেকে সাংবাদিকে পরিণত করতে পারেন। সে ক্ষেত্রে তাকে চেষ্টা করতে হবে নিজেকে এমন এক চির অতৃপ্ত মানুষে পরিণত করার যে সূক্ষ্ম এক পর্যবেক্ষক, খুব ভালো শ্রোতা, অস্বাভাবিক রকমের দৃঢ়প্রতিজ্ঞ এবং যা কিছু বিশ্বাস করতে বলা হয় তা বিশ্বাস করার ক্ষেত্রে সংশয়পূর্ণভাবে অনিচ্ছুক। যদি এমন মানুষ হিসেবে নিজেকে তৈরি করা সম্ভব হয় তবেই তিনি হয়ে উঠতে পারেন একজন প্রকৃত সাংবাদিক। ..প্রয়োজনের তাগিদেই একজন সাংবাদিককে পারতে হয় অনেক কিছু। এই পারাটাই কিছু কিছু সময় সাংবাদিককে তার চারপাশের মানুষের কাছে অপ্রিয় করে তোলে। এ থেকে পরিত্রাণ পাওয়ার একটি উপায় হচ্ছে, খুব মোটা চামড়ার অধিকারী হওয়া। তারপরও থাকতে হয় রসবোধ ও কৌতুক প্রিয়তা। আর সম্ভাব্য দ্রুততম সময়ে মানুষের আস্থা অর্জন করতে পারার সামর্থ। একটি ব্যাপকভিত্তিক, বৈচিত্রপূর্ণ, সমৃদ্ধ ও কার্যকর অভিজ্ঞতার ভিত্তি গড়ে তোলার চর্চাটিও অব্যাহত রাখতে হয় একজন সাংবাদিককে।” (সূত্র: ‌‌‌‌’সাংবাদিকতার দ্বিতীয় পাঠ’ দ্বিতীয় অধ্যায়; খন্দকার আলী আর. রাজী)
বাংলাদেশের আজ একজন কৌতুক অভিনেতা মারা গেছেন। সেই ঘটনার সংবাদ প্রকাশিত হয়েছে ফেসবুকে। সেই সংবাদের নিচে বয়ে যাচ্ছে অজস্র কৌতুক! প্রথম ছবিটি প্রথম আলো অনলাইনের, দ্বিতীয়টি বিখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চাপলিনের মৃত্যুর খবরের দি নিউ ইয়র্ক টাইমসের কাভারেজ।