আমার সাংবাদিক হয়ে ওঠা: ইফতেখার মাহমুদ (অন্তর্জাল আলাপন)

অন্তর্জাল আলাপন: আমার সাংবাদিক হয়ে ওঠা- ইফতেখার মাহমুদ ।। রণে বনে জলে জঙ্গলে ।। ৮ই মে, শনিবার, রাত নয়টায় প্রিয় দর্শক, শ্রোতা ও পাঠক, সংবাদভিত্তিক মাল্টিমিডিয়া ওয়েবপোর্টাল অপরাজেয় বাংলা এর আয়োজনে করোনাকালের সান্ধ্যকালীন বৈঠক-বাহাস ‘অন্তর্জাল আলাপন’-এর আগামী পর্বটি অনুষ্ঠিত হবে আগামী আটই মে শনিবার রাত নয়টায়। এবারের পর্বটি কিছুটা বিগত সম্প্রচারিত পর্বগুলোর তুলনায় কিছুটা ভিন্ন। ‘রণে বনে জলে জঙ্গলে’ শিরোনামে এবারের অন্তর্জাল আলাপনে আমরা শুনবো/দেখবো বাংলাদেশের পরিবেশ, বন্যপ্রাণী, জলবায়ু ও দুর্যোগ বিষয়ক সাংবাদিকতায় একজন ন��বেদিতপ্রাণ ও মেধাবী মুখ ইফতেখার মাহমুদ এর কাজ ও তৎপরতাকে। তিনি দেশের প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকা প্রথম আলো’র সিনিয়র রিপোর্টার। সাংবাদিক ইফতেখার মাহমুদের অভিজ্ঞতার ঝুলি বেশ বড়সড়। প্রথম চারবার সুন্দরবনে গিয়ে চারবারই বাঘের মুখোমুখি হওয়া, মাঝ বঙ্গোপসাগরে তিমি দেখা থেকে শুরু করে জাহাজভাঙ্গা শিল্প কিংবা ঢাকা শহরের তাপমাত্রা বৃদ্ধি নিয়ে শতাধিক লিড নিউজ ও ব্রেকিং নিউজ তিনি করেছেন। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার বহুবিচিত্র বিচরণ। অনেকবার কাভার করেছেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এতকিছুর পাশাপাশি গবেষণা ও সাহিত্য প্রতিভাকেও তিনি জিইয়ে রেখেছেন সন্তর্পনে। সিলেটের কবীরপন্থি পাইনকাদের ইতিবৃত্ত নিয়ে রয়েছে তাঁর একটি সমাধৃত মৌলিক ���বেষণা-সাহিত্য। আজ থেকে ১৫ বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীটি সহপাঠিদের লড়াই-সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি কেমন করে আজকের দিনে একজন পরিণত সাংবাদিক হলেন? শোষণমুক্তির স্বপ্ন দেখা কিশোরটি পরিণত বয়সে মূলধারার গণমাধ্যমকে কতটুকু উপভোগ করছেন? এসব নিয়েই আমাদের আগামী পর্ব- ‘অন্তর্জাল আলাপন: আমার সাংবাদিক হয়ে ওঠা’।