আমার সাংবাদিক হয়ে ওঠা: ইফতেখার মাহমুদ (অন্তর্জাল আলাপন)

সংবাদভিত্তিক মাল্টিমিডিয়া ওয়েবপোর্টাল অপরাজেয় বাংলা এর আয়োজনে করোনাকালের সান্ধ্যকালীন বৈঠক-বাহাস ‘অন্তর্জাল আলাপন’-এর আগামী পর্বটি অনুষ্ঠিত হবে আগামী আটই মে শনিবার রাত নয়টায়। এবারের পর্বটি কিছুটা বিগত সম্প্রচারিত পর্বগুলোর তুলনায় কিছুটা ভিন্ন। ‘রণে বনে জলে জঙ্গলে’ শিরোনামে এবারের অন্তর্জাল আলাপনে আমরা শুনবো/দেখবো বাংলাদেশের পরিবেশ, বন্যপ্রাণী, জলবায়ু ও দুর্যোগ বিষয়ক সাংবাদিকতায় একজন ন��বেদিতপ্রাণ ও মেধাবী মুখ ইফতেখার মাহমুদ এর কাজ ও তৎপরতাকে। তিনি দেশের প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকা প্রথম আলো’র সিনিয়র রিপোর্টার।