অনলাইন সাংবাদিকতা: পাঠ ও প্রয়োগ (বুক রিভিউ)

অনলাইন সাংবাদিকতা নিয়ে বাতিঘর থেকে প্রকাশিত ‘অনলাইন সাংবাদিকতা: পাঠ ও প্রয়োগ’ বইয়ের রিভিউ/পাঠ-প্রতিক্রিয়া এটি। বইটি লিখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলাম, প্রথম আলোর সিনিয়র সহসম্পাদক সাইফুল সামিন ও দ্য ডেইলি স্টারের সহসম্পাদক মো. সুমন আলী।